শিক্ষার্থীদের কিছু কথা
October 20, 2020 2024-05-02 15:26শিক্ষার্থীদের কিছু কথা
Humayra Adiba
Viqarunnisa noon school & college
Arnob Bhaiya's each and every lecture is very understandable and detailed. His teaching methods are engaging and very effective for the students. Many of the students don’t like the subject Biology as they think that it is hard to memorize the topics. But bhaiya always gives his lecture in such a way that we can easily understand the topic and can memorize it within a very short time. Also his lecture is based on developing our basic knowledge about Biology so that in future we can easily face our admission test. Not only that his lecture also helped me in the Olympiads as well. I never faced any struggles with Biology till now.
Shohaib Islam
Ex Dhaka college - Dhaka medical college
অর্ণব ভাইয়ার বায়োলজি ক্লাসগুলা এস.এস.সি ও এইচ.এস.সি এর জন্য সবচেয়ে বেশি ইনফরমেটিভ।সাধারণত এইচ এস সি লেভেলে অন্যান্য শিক্ষকেরা আমাদের কে একটি লেখকের বই থেকেই লেকচার দিয়ে থাকেন। এতে করে হয়তো আমাদের এইচ.এস.সি এক্সাম কভার হয়ে যায়।কিন্তু এডমিশন বিশেষ করে মেডিকেল এডমিশন এর ক্ষেত্রে আমাদের খানিকটা বেগ পেতে হয়। কারণ এডমিশন এর প্রশ্ন শুধুমাত্র একটি বই থেকে করা হয় না। অর্ণব ভাইয়ের ক্লাসে যেসব টপিক পড়ানো হয় তাতে কয়েকটি লেখকের এর বই এর ইম্পরটান্ট ইনফরমেশনগুলা পাওয়া যায়।তাই এইচএসসি থেকে যখন এরকম ডিটেলস ক্লাস করা যায় তাহলে এডমিশন সেশনে অনেক উপকার হয়। এর পাশাপাশি ক্লাসের পরেই মেডিকেলে এবং বোর্ডে বিগত বছরের প্রশ্ন সলভ করানো হয় যেগুলা সবচেয়ে বেশি হেল্প করে এক্সামে।আমি নিজে এসকল ক্লাস ও পরীক্ষা থেকে উপকৃত হয়েছি এবং জুনিয়রদের উদ্দেশ্যে বলছি তোমরা ক্লাসগুলা করে এবং কিছু পরীক্ষা দিয়ে দেখতে পারো।আশা করি তোমরা নিজেই বুঝে যাবে। ইনশআল্লাহ তোমরাও উপকৃত হবে।
Ragib haider raunak
Ex Dhaka college
এস এস সি তে বায়োলজি পড়তে ভয় করতো অনেক। সেখান থেকে আস্তে আস্তে এই আপাদমস্তক সাবজেক্ট ভালো লাগা শুরু করে অর্ণব ভাইয়ার হাত ধরেই। যেই আমাকে আইডিয়ালে পড়ার সময় বায়োলজিতে ৬০% নাম্বার তুলতে ঘাম ঝড়াতে হতো অনেক, সেই আমি ঢাকা কলেজে হায়েস্ট না পেলেও তার কাছাকাছি নাম্বার পাবার ক্যাপাবিলিটি গ্রো করতে পেরেছিলাম হয়তো এই মানুষটার জন্যই। তার পড়ানোর রিভিউ দেয়ার মতো কথা বলার যোগ্যতা আমার নেই। যারা পড়ে তারাই না হয় বলুক ভাইয়া কে নিয়ে? শুধু বলতে পারি, শর্টকাট বায়োলজি পড়ার জন্য এই মানুষটার কাছে পড়তে আসা মানে টাইম লস! কেউ বায়োলজি ফিল করতে চাইলে, বুঝে বুঝে প্রত্যেকটা জিনিসের কারণ জানতে চাইলে, মেডিকেল /ভার্সিটির জেনেটিক্স বা ফার্মেসি নিয়ে পড়ার স্বপ্ন দেখলে তাহলে বলবো "he is one of the best solutions for your treatment!"
Muntaqa Islam
Viqarunnisa noon school & college
When it came to biology, I never found myself in progression. But when i joined Arnob's Biology at first I was astonished looking at the amazing artworks and that lit up my mind and found so interesting I had no choice but become more focused in classes. More appreciably, Arnob Sir, a genius mastermind behind all of these truly helped me to have a better understanding on every lesson through his skilled and amusing teaching process.
Cynthia Mahi
Viqarunnisa noon school & college
I'm glad that I chose 'Arnob's biology' for studying Biology.It wasn't my fav subject until I started my classes with Arnob sir.He explains every topic with figures which makes the classes really entertaining and also makes it easier for us to understand.His explaining skill is also top-notch.The weekly exams taken by him also boosts our study and is really effective.Now i love studying biology and i think my fellow juniors should also join 'Arnob's Biology'!
Arin dey
Government science college
My first Biology teacher is Arnob Vaiya. First of all when I am in class 9 I was very scared about Biology. I told that how can I memories this hard topics? But vaiya says you don’t have to memories this topics just try to understand. Always vaiya encouraged me to understand. Vaiya's way of explaining is the best.After this, day by day Biology is becoming my favourite subject.Now Biology is my main subject. The love for biology first awakened in my mind by vaiyya.Every topic of biology is understood by vaiya so deeply that there is never any question on that topic.Vaiya used to emphasize medical preparation every day from the beginning of our HSC academic. Vaiya visualizes each topic so beautifully that I never forget that topic.If vaiya teaches any topic it is covered from HSC to admission.vaiya's note always help me before the exam night to revise.I hope all the topics taught by brother will help me in the medical entrance exam as well.
Syed Anas
Ex ideal - SSC 2024
Almost all teachers teach traditionally but Arnob bhaiya is an exception. I had the privilege of learning through an environment where I can visualize every single topic through the used multimedia of bhaiya. From the moment you step into his classroom, you can feel his passion for the subject radiating through his teaching and behaviour. Arnob bhaiya has a remarkable ability to break down complex biological concepts into easily digestible pieces, ensuring that every student grasps the material. He encourages curiosity and critical thinking, fostering a classroom culture where questions are welcomed and exploration is encouraged. I struggled a lot in Biology subject during class 9-10 but the comeback I had at the final moment was an excellent outcome of Arnob bhaiya’s hard work. Someone might ask why I should join his lectures. The perfect answer to this question you can get from me is that our curriculum-based books include every concerned topic but they don’t explain those topics from depth and if you have ever got opportunity to experience Arnob bhaiya’s lecture then you can definitely find out that he collects each and every info regarding that topic which can further take you to new heights and stronger basics. Starting from class 9, I hope to continue enjoying his lectures of HSC curriculum and admission seasons. If you're looking for a biology teacher who will inspire, challenge, and support you every step of the way, enjoy a friendly environment with not only a teacher but also a brother, look no further than Arnob bhaiya.
Sumaita tasnia Nisa
Rajuk uttara model college
"বায়োলজি মুখস্থের সাবজেক্ট " এই কথাটা খুব প্রচলিত। আমি নিজেও একসময় হেইট করতাম বায়োলজিকে,কিন্তু সেই আমারই বায়ো মোস্ট ফেভারিট সাবজেক্টে পরিণত হলো। এর নেপথ্যে আছেন একমাত্র অর্ণব ভাইয়া, যার কাছে আমার বায়োলজির হাতেখড়ি । ক্লাস নাইনে কোভিডের সময় প্রথম ভাইয়ার এক ডেমো ক্লাস করেছিলাম অনলাইনে। বায়ো এত লজিক দিয়েও যে পড়া যায়, তা ছিল ধারণার বাইরে। গতানুগতিক ধারার বাইরে চিত্রভিত্তিক পড়াশোনা বেশি ইফেক্টিভ হয়। আর অর্ণব ভাইয়া প্রতিটি টপিক কভার করেন নিজে চিত্র এঁকে। তাছাড়া বায়ো যত ডীপলি পড়া যায়,তত বেশি কনসেপচুয়াল ও ট্রিকি প্রশ্নের উত্তর করা পসিবল হয়। আর ভাইয়া ঠিক সেটাই করেন পড়ানোর সময়।শেষ কথা, বায়ো বুঝে ও বেসিক ক্লিয়ার করে পড়ার কেনো বিকল্প নেই।