রক্ত ও রক্ত সংবহন
About This Course
রক্তকণিকা, লসিকা, রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন, হূৎপিণ্ড ও এর গঠন, হৃদস্পন্দন ও এর বিভিন্ন দশা, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর ও আয়তন রিসেপ্টরের ভূমিকা, মানবদেহে রক্ত সংবহন, হৃদরোগের বিভিন্ন অবস্থা ও করণীয়, হৃদরোগের চিকিৎসা
Curriculum
6 Lessons
রক্ত ও রক্তসংবহন
রক্ত সংবহনের Summary1:51:08
হৃৎপিণ্ডের গঠন বর্ণনা38:04
রক্তচাপ নিয়ন্ত্রন ও ব্যারোরিসেপ্টর42:31
Blood clotting- রক্ত জমাট বাঁধার কৌশলঃ41:09
HEART diagram & Myogenic Tissue1:05:22
রক্ত কণিকাসমূহ HSC 2457:59
Your Instructors
Arnob Muttaki
ছবি আঁকতে ভালো লাগতো বরাবরই ।আর সব কাজ এর পেছনের লজিক খুজতে পারার ব্যাপারটাও । সেটা এই বায়োলজি শেখানোর যাত্রাতেও কাজে লাগাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম । তাই থিমটাও এটাই আমাদের - ‘ Where biology meets logic & art ‘